Home আন্তর্জাতিক বাবরি মসজিদ মামলার রায় নিয়ে যা বললেন নরেন্দ্র মোদি

বাবরি মসজিদ মামলার রায় নিয়ে যা বললেন নরেন্দ্র মোদি

অযোধ্যার বিতর্কিত স্থানে মন্দির নির্মাণের রায় দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে পাঁচ বিচারপতির বেঞ্চ স্পর্শকাতর এই মামলাটির রায় ঘোষণা করেন।

অযোধ্যার রাম মন্দির-বাবরি মসজিদ মামলার রায় মানুষের মধ্যে বিচার বিভাগের ওপর জনগণের আস্থা আবারও নিশ্চিত হলো বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে শান্তি ও ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার রায়ের পর এক টুইট বার্তায় তিনি লিখেছেন, অযোধ্যা মামলার রায় দিয়েছেন মাননীয় সুপ্রিমকোর্ট। এই রায় জনগণের মাঝে বিচার বিভাগের ওপর আবারও আস্থা নিশ্চিত করবে।

মোদি লিখেছেন, এই রায় কোনো পক্ষের বা জয় বা পরাজয় হিসেবে দেখা উচিত নয়। সে রাম ভক্তি হোক বা রহিম ভক্তি, আমাদের একান্ত প্রয়োজন রাষ্ট্রীয় ভক্তির ওপর জোর দেওয়া। শান্তি ও সম্প্রীতি বজায় থাকুক।