Home খেলাধুলা বাংলাদেশের তারকাদের নিয়ে বোমা ফাটালেন ফিল্ডিং কোচ

বাংলাদেশের তারকাদের নিয়ে বোমা ফাটালেন ফিল্ডিং কোচ

বিশ্বকাপে বাংলাদেশের খারাপ অবস্থা ছিল মুলত ফিল্ডিংয়ের জন্যই। তামিম ইকবাল যেমন রোহিত শর্মার নিশ্চিত ক্যাচ মিস করে হারিয়ে দিয়েছিলেন ম্যাচটি। মুশফিকুর রহীম যেমন উইলিয়ামসনের রান আউট মিস করে হারিয়ে দিয়েছিলেন ম্যাচ। একই ভাবে ওয়ার্নারকে জীবন দিয়ে সুযোগ করে দিয়েছিলেন সাব্বির।

যদি এই তিনটি ফিল্ডিংই মিস না হত তাহলে পয়েন্ট টেবিলে বাংলাদেশের অবস্থান অন্যরকম হলেও হতে পারত। হতে পারত সেমিতে দেখা যেত বাংলাদেশকে।

বিসিবি সভাপতি ফিল্ডিংয়ে বাংলাদেশের এই বাজে অবস্থার কারণ জানতে চেয়েছিল ফিল্ডিং কোচ রায়ান কুকের কাছে। আর সেখানেই বোমা ফাটিয়েছিলেন রায়ান কুক।

তিনি বলেছেন, বাংলাদেশ দলের তারকারা ফিল্ডিংয়ের বেসিকই জানে না।

কুক বলেছেন, যখন তারা জাতীয় দলে আসে তখন আমি তাদের ফিল্ডিংয়ে উন্নতি করাতে পারি। কিন্তু আমি তো তাদের বেসিক শেখাতে পারব না। তারাতো বেসিকই জানে না।

তিনি আরও বলেছেন, অনূর্ধ্ব ১৯ দল, এ দল কিংবা এইচপি দলে ফিল্ডিংয়ের বেসিক শেখানো উচিত ক্রিকেটারদের যাতে জাতীয় দলে এসে তারা সমস্যায় না পড়ে।