Home খেলাধুলা বরখাস্ত হওয়ার পরে মরিনহোর আয় দেখে অবাক হবেন আপনিও

বরখাস্ত হওয়ার পরে মরিনহোর আয় দেখে অবাক হবেন আপনিও

দীর্ঘ চুক্তির অবসান ঘটিয়ে অবশেষে ম্যানইউ থেকে স্যাকড হলেন হোশে মরিনহো। তবে স্যাকইড হওয়ার আগে মরিনহোর যে আয় ছিলো সেটা দেখে অবাক হবে যে কেউ। কেননা তার আয় ছিলো আগের তুলনায় বেশ বেশি। তাই তো তার আয় ছাড়িয়ে গিয়েছে আগের আয়ের থেকেও বেশ বেশি।

স্যাকড হওয়ার পর হোসে মোরিনহোর আয়ঃ

*চেলসিঃ ১৮মি. পাউন্ড
*রিয়াল মাদ্রিদঃ ০০ পাউন্ড
*চেলসিঃ ৯.৫ মি. পাউন্ড
*ম্যানচেস্টারঃ ১৮ মি. পাউন্ড

মোটঃ ৪৫.৫ মিলিয়ন পাউন্ড

এর মাঝে এর আগে চেলসির হয়ে ১৮ মিলিয়ন সর্বোচ্চ আয় করেছিলেন তিনি। আর এবার ম্যানইউর হয়ে সর্বোচ্চ ১৮ মিলিয়ন আয় করেছেন তিনি। যার কারণে এখন তার আয় দাঁড়িয়েছে তার আগের আয়ের সমান প্রায়।