Home খেলাধুলা ফেসবুকে যেভাবে দেখতে পারবেন এনসিএলের ম্যাচ

ফেসবুকে যেভাবে দেখতে পারবেন এনসিএলের ম্যাচ

এনসিএলকে সামনে রেখে এবার বিশেষ উদ্যেগ নিলো বিসিবি। কেননা এনসিএলের ম্যাচ যে এবার ফেসবুক থেকেও দেখা যাবে। বিসিবির অফিসিয়াল পেজ থেকে সম্প্রচার করা হবে এনসিএলের ম্যাচ।

আগামী ৯ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া ন্যাশনাল ক্রিকেট লিগের ম্যাচ সরাসরি দেখা যাবে বিসিবির অফিশিয়াল ফেসবুক পেইজে।

এই তথ্যটি নিশ্চিত করে বিসিবির সিইও জানিয়েছেন, এবারের এনসিলের প্রতিটি রাউন্ডের অন্তত একটি ম্যাচ ফেসবুক লাইভে দেখানো হবে।ম্যাচ সম্প্রচারে ব্যাবহার হবে ৪কে রেজ্যুলিউশনের ক্যামেরা। প্রথমবারের মত এনসিলের এবারের আসরে প্লেয়ারদের জার্সির পেছনে থাকছে জার্সি নম্বর ও প্লেয়ারের নাম।জাতীয় দলের ক্রিকেটারদের জন্যে এনসিলের দুই রাউন্ডে অংশ নেয়াটা বাধ্যতামূলক করা হয়েছে।