Home খেলাধুলা ফর্মে ফিরতে ছুটির দিনেও মাহমুদউল্লাহর কঠোর অনুশীলন

ফর্মে ফিরতে ছুটির দিনেও মাহমুদউল্লাহর কঠোর অনুশীলন

আফগানিস্তানের বিপক্ষে আসন্ন একমাত্র টেস্ট ও আফগানিস্তান-জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে চলছে বাংলাদেশ দলের কন্ডিশনিং ক্যাম্প। আজ ২৭ আগস্ট (মঙ্গলবার) ক্রিকেটারদের কোনো অনুশীলন ছিল না।

ক্রিকেটারদের আজ ছুটি ছিল। কিন্তু ছুটির দিনেও কঠোর অনুশীলনে ব্যস্ত ছিলেন বাংলাদেশ দলের অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। বিশ্বকাপে খুব একটা ভালো পারফর্ম করতে পারেননি রিয়াদ। বিশ্বকাপের পর শ্রীলঙ্কা সফরেও অফফর্মে ছিলেন তিনি।

গতকাল ক্রিকেটারদের অনুশীলন শেষে বাড়তি অনুশীলন করেন বাংলাদেশ দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। অনুশীলনের বাইরে নেটে অনুশীলন করেন মুশফিক। আজ ছুটির দিন হলেও ফর্মে ফেরার লড়াইয়ে বাড়তি অনুশীলন করেছেন রিয়াদ।