Home খেলাধুলা প্রধানমন্ত্রীর সাথে বৈঠক পাপনের

প্রধানমন্ত্রীর সাথে বৈঠক পাপনের

ক্রিকেটারদের দাবী ধাওয়া নিয়ে চলমান ধর্মঘটের মধ্যে আজ আসতে পারে বড় কোন সিদ্ধান্ত। বিকাল পাঁচটায় বিসিবিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে ক্রিকেটারদের।

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা সহ অনেক ক্রিকেটার মিলে বোর্ডের কাছে ১১টি দাবী তুলেছিলেন। তারা জানিয়েছিলেন এই দাবী না মানলে তারা মাঠে ফিরবে না।

এরপর বিসিবি সভাপতি পাপন নিজের বক্তব্য তুলে ধরেন বেশ শক্ত ভাবেই। কিন্তু নিজের অবস্থানে শক্ত হলেও ক্রিকেটারদের সাথে আলোচনার পথ খোলা রাখেন তিনি। সেই আলোচনার জন্যই আজ বিসিবিতে আসতে পারে ক্রিকেটাররা।

পাপনের নির্দেশ মেনে সিও যোগাযোগ করার চেস্টা করছিলেন খেলোয়াড়দের সাথে। এরমধ্যে তিনি কয়েকবার চেস্টার পর যোগাযোগ করতে সমর্থ হন তামিম ইকবালের সাথে। তখন তামিম জানিয়েছেন বাকিদের সাথে কথা বলেন জানাবেন তিনি।

তবে ক্রিকেটারদের সাথে বৈঠকের আগে আজ প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে বসছেন বিসিবি সভাপতি পাপন। আজ বুধবার (২৩ অক্টোবর) দুপুরে পাপনের নেতৃত্বে গণভবনে পৌঁছায় বিসিবির একটি প্রতিনিধি দল।