Home আইন-আদালত প্রধানমন্ত্রীকে হুমকি: বিএনপি নেতা কাদেরকে ৩ বছরের কারাদণ্ড

প্রধানমন্ত্রীকে হুমকি: বিএনপি নেতা কাদেরকে ৩ বছরের কারাদণ্ড

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও অবমাননাকর মন্তব্যের অভিযোগে দায়েরকৃত মামলায় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন, অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন।

আজ বুধবার (৩০ অক্টোবর) চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল্লাহ কায়সারের আদালত এ রায় দেন।

২০১৮ সালে ২৯ মে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় এক আলোচনা সভায় বক্তব্য দেন গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।

বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্যে করে তিনি বলেন, ‘আপনার বাবার চেয়েও আপনার অবস্থা খারাপ হবে’। এ ঘটনায় তার বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগে মামলা করা হয়। পরে ছয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করা হয়। মামলার সব কার্যক্রম শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেন।

গিয়াস উদ্দিন কাদের চৌধুরী যুদ্ধাপরাধের মামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর ভাই।