Home খেলাধুলা প্রথম পরীক্ষাতেই ফেল চমক জাগিয়ে দলে ডাক পাওয়া মিশু

প্রথম পরীক্ষাতেই ফেল চমক জাগিয়ে দলে ডাক পাওয়া মিশু

আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল। আগামী ১৩ সেপ্টেম্বর থেকে এই সিরিজ শুরু হবে। এই সিরিজকে সামনে রেখে এরই মধ্যে ১৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আর সেই দলে চমক হিসেবে জায়গা পেয়েছেন ২০ বছর বয়সী পেসার ইয়াসিন আরাফাত মিশু। যিনি কিনা এখন পর্যন্ত ৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ১৮টি উইকেট আর ৬টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলে ১৩টি উইকেট শিকার করেন তিনি। হঠাৎই জাতীয় দলে ডাক পেলেন।

লিস্ট ‘এ’ ক্রিকেটের একটি ম্যাচে ৪০ রানে ৮ উইকেট নিয়ে রীতিমত হইচই ফেলে দিয়েছিলেন মিশু। নির্বাচকদের নজর কেড়েছেন তাতেই। এদিকে মূল ম্যাচে মাঠে নামার আগে আফগানিস্তানের বিপক্ষে আজ একমাত্র প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছিল বিসিবি একাদশে। বিসিবি একাদশে ছিলেন মিশু। কিন্তু পারফরম্যান্সে হতাশ করেছেন তিনি।

২ ওভার বোলিং করে কোনো উইকেট শিকার করতে পারেননি তিনি, দিয়েছেন ২২ রান। এরপর আর বোলিংয়ের সুযোগ পাননি তিনি। প্রথম পরীক্ষায় ভালো কিছু করে দেখাতে পারেননি তিনি। যার ফলে আসন্ন সিরিজের একাদশে জায়গা করে নেওয়া তার জন্য কঠিনই হবে।