আগামী বছর থেকে দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা নতুন বইয়ের সঙ্গে দুই হাজার টাকাও পাবে। এবং তাদের স্কুলের পোশাক কেনার জন্য এ টাকা দেওয়া হবে এমনটি বলেছেন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।
গতকাল শনিবার(৭ সেপ্টেম্বর) কুড়িগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ের স্বপ্নকুঁড়ি সম্মেলন কক্ষে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন সংক্রান্ত মতবিনিময় সভায় এ কথা বলেন প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারকে শিক্ষাবান্ধব সরকার বলে উল্লেখ করে বলেন, মেধাবী জাতি গঠনে প্রাথমিক শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দোয়া হচ্ছে।
শিক্ষাক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে হুঁশিয়ারি করে প্রতিমন্ত্রী বলেন, মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার জন্য নেওয়া বিভিন্ন প্রকল্পে যারা দুর্নীতি করছে তারা কেউ মাপ পাবে না। তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দুর্নীতির ব্যাপারে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেছেন।