Home খেলাধুলা প্রথমদিনেই একজনের বোলিং দেখে সন্তুষ্ট বোলিং কোচ

প্রথমদিনেই একজনের বোলিং দেখে সন্তুষ্ট বোলিং কোচ

আজকেই বোলারদেরকে নিয়েই নেমে যান নতুন বোলিং কোচ ল্যাঙ্গেভেল্ট। আর এইদিন শুধু বোলাররাই নয়, কোচের সাথে দেখা করতে আসেন ব্যাটসম্যানরা। এই সময়তেই দেখা যায় অনেক খেলোয়াড়দের মিলনমেলা।

তবে এরপরেই সকল খেলোয়ারদেরকে নিয়ে প্র্যাকটিস শুরু করে দেন বোলিং কোচ। এই সময় একজন বোলারের সাথেই বেশি সময় কাটাতে দেখা যায় নতুন বোলিং কোচকে। তিনি আর কেউই নয়, কাটার মাষ্টার মোস্তাফিজ। এইসময়তে দেখা যায় এই দুইজনেই সবচেয়ে বেশি সময় কাটান।

আর এই দেখে বলার অপেক্ষা রাখে না যে, নতুন কোচের সাথে যে বেশ ভালোই সম্পর্ক হয়েছে কাটার মাষ্টারের।