পেঁয়াজ ছাড়া ২২ পদের রান্না করতে পারেন বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। গতকাল রোববার খাদ্যভবনে চালকল মালিকদের সঙ্গে বৈঠকে এক প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী এ কথা জানান।
চালকল মালিকরা পেঁয়াজের দাম কমাতে খাদ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘পেঁয়াজ না খেলে কী হয়?’ মালিকরা জবাব দেন, ‘পেঁয়াজ দিলে রান্নায় খুব স্বাদ হয়। খেতেও মজা লাগে।’
তখন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘পেঁয়াজ ছাড়া ২২ পদের রান্না আমি জানি। আপনাদের খাওয়াতেও পারব।’
সভার উপস্থিত সবাই হাস্যরসে মন্ত্রীর কাছে ২২ পদের খাবার খেতে দাওয়াত চান। মন্ত্রীও জবাবে তার বাসায় যেতে বলেন।