Home জাতীয় পেঁয়াজের দোকানে এখন আঙুর-আপেল-কমলা

পেঁয়াজের দোকানে এখন আঙুর-আপেল-কমলা

পেঁয়াজের ঝাঁজ যেন কমছেই না। দেশের বাজারে লাগামহীন ভাবে ছুটছে পেঁয়াজের দাম। কোনো পদক্ষেপেই পেঁয়াজের দাম কমানো যাচ্ছে না। পেঁয়াজের এমন অস্বাভাকি দামের প্রভাব ব্যবসা প্রতিষ্ঠানে পড়তে দেখা যাচ্ছে।

কারওয়ান বাজারের যে স্থানে আগে একাধিক বিক্রেতা পাইকারিভাবে পেঁয়াজ বিক্রি করতেন এখন সেখানে বসছেন ফল বিক্রেতারা। পেঁয়াজের বদলে দোকাগুলোতে পাওয়া যাচ্ছে আপেল, আঙুর, কমলা, নাট ফল, বেদানাসহ বিভিন্ন ফল।

ওই স্থানের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরেই আড়তের সামনের রাস্তার ফুটপাতে স্থায়ী দোকান তুলে একাধিক ব্যবসায়ী পাইকারিতে পেঁয়াজ বিক্রি করেন।

কিন্তু সম্প্রতি অস্বাভাবিক হারে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় ব্যবসায়ীরা দিনের বেলা আড়তে ভিতরে বসছেন। পেঁয়াজ ব্যবসায়ীরা আড়তের ভিতরে বসায়, স্থানটিতে দিনের বেলা বসছেন ফল ব্যবসায়ীরা। তবে সন্ধ্যার পর ওই স্থানে বসেন পেঁয়াজ ব্যবসায়ীরা।

এ বিষয়ে আলিম নামের এক ব্যবসায়ী বলেন, বাড়তি দামের কারণে এখানে পেঁয়াজের ব্যবসায়ীরা বসেন না। জয়গা ফাঁকা থাকায় আমরা এখানে ফল বিক্রি করছি। তবে সন্ধ্যার পরে এখানে পেঁয়াজ ব্যবসায়ীদের পাবেন।

দিনের বেলা ফুটপাতের দোকানে পেঁয়াজ বিক্রি না করার কারণ জানতে চাইলে পেঁয়াজ ব্যবসায়ী জামাল বলেন, দিনের বেলা ওখানে বসলে ম্যাজিস্ট্রেট জরিমানা করে। তাই দিনের বেলা পেঁয়াজ নিয়ে ভিতরে বসেন ব্যবসায়ীরা। সন্ধ্যা হলে ফুটপাতের দোকানে পেঁয়াজ বিক্রি শুরু করে।

পেঁয়াজ বিক্রি করলে জরিমানা করে, ফল বিক্রি করলে করে না? এমন প্রশ্নে তিনি বলেন, পেঁয়াজের তো এখন অনেক দাম। পেঁয়াজ নিয়ে সবার জ্বালা। তাই পেঁয়াজ নিয়েই যত ঝামেলা। তাছাড়া এখানকার ফুটপাত তো ব্যবসায়ীদের জন্যই। তাই ব্যবসায়ীরা ফল বিক্রি করলে কেউ কিছু বলে না।