Home বিশেষ প্রতিবেদন পুরান ঢাকায় গিয়ে হাজীর বিরিয়ানি খেলেন মার্কিন রাষ্ট্রদূত

পুরান ঢাকায় গিয়ে হাজীর বিরিয়ানি খেলেন মার্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার এদেশের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে পরিচিত হতে পুরান ঢাকায় ঘুরতে এসেছেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকনের সঙ্গে বুধবার সকালে ঘুরতে বের হোন তিনি।

পুরান ঢাকা দেখতে বেরিয়ে প্রথমেই রাষ্ট্রদূত নাজিরাবাজারের বিখ্যাত হাজীর বিরিয়ানিতে যান। সেখানে বিরিয়ানি খেতে খেতে এ বিরিয়ানির ঐতিহ্য সম্পর্কে জানেন তিনি। এর পর বাকরখানির দোকান থেকে ঐতিহ্যবাহী বাকরখানি ও মাঠাই খান তিনি।

ডিএসসিসি কর্মকর্তারা জানান, মিলার মূলত পুরান ঢাকার ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে এ সফর করছেন। স্থানীয় প্রতিনিধি হিসেবে ডিএসসিসি মেয়র সাঈদ খোকন তাকে পুরান ঢাকার ইতিহাস ঐতিহ্য নিদর্শন ঘুরে দেখাচ্ছেন। পরিদর্শন শেষে তিনি গণমাধ্যমকে অনুভূতি জানানোর কথা রয়েছে।