Home খেলাধুলা পিএসজির জন্য আমি জীবন দিতে প্রস্তুত- নেইমার

পিএসজির জন্য আমি জীবন দিতে প্রস্তুত- নেইমার

বল পায়ে বেশ জাদু দেখিয়েছেন নেইমার জুনিয়র। এর মাঝেই বেশ অনেকবারেই বার্সেলোনায় যাওয়ার জন্য চেষ্টা চালিয়েছেন তিনি। যার কারণেই বার্সেলোনায় আর যাওয়া হয়নি তার।

তবে বার্সেলোনাতে না গেলেও এবার যে পিএসজিতে মনোযোগ দিচ্ছেন নেইমার। এই ব্যাপারে নেইমার বলেন ,’ আপাতত এই ক্লাবেই নিজেকে প্রস্তুত করছি আমি।এই ক্লাবের জন্য আমি নিজেকে প্রস্তুত করছি। আমি জানি যে এই ক্লাবের জন্য আমি যেকোন কিছু দিতেই প্রস্তুত। তবে আমি আমার সেরাটা দিয়েই চেষ্টা করবো। দরকার হলে আমি আমার জীবন দিবো।’

নেইমার আরো বলেন ,’ আমি সেই হিসেবেই নিজেকের প্রস্তুত করছি। জানি না যে ভাগ্যে কি হবে। তবে জানি যে অবশ্যই আমার ভাগ্যে ভালো কিছুই লেখা আছে।’