Home খেলাধুলা নেইমার না যাওয়ায় একটি কারণেই খুশি পিএসজি খেলোয়াড়রা

নেইমার না যাওয়ায় একটি কারণেই খুশি পিএসজি খেলোয়াড়রা

নেইমার পিএসজি ছাড়েনি। বলা যায় পিএসজি নেইমারকে ছাড়েনি। এতে নেইমার বেশ দুঃখী সেটা বলাই যায়। কেননা চেষ্টা করেও তিনি বেড়িয়ে আসতে পারেননি।

তবে নেইমার দুঃখী হলেও বেশ খুশি পিএসজি। পিএসজি খেলোয়াড়রা আরও খুশি। তারা খুশি নেইমারের বিপক্ষে খেলতে হবে না সেটা ভেবেই।

নেইমারকে কেনার জন্য বার্সালোনা বেশ কিছু অফার করেছিল। শেষে টাকার সাথে না পারায় নেইমার নিজেও ২০ মিলিয়ন দিয়ে টাকার অংকটা বাড়িয়ে দিতে চেয়েছিল। কিন্তু পিএসজি রাজি হয়নি কিছুতেই।

আর পিএসজি রাজি না হওয়ায় খুশি পিএসজির খেলোয়াড়রা। আরএমসি স্পোর্ট জানিয়েছে, একাদিক পিএসজি তারকা নেইমার না যাওয়ায় খুশির কথা জানিয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে দলটির এক খেলোয়াড় আরএমসি স্পোর্টকে জানিয়েছে, এটা অনেকটা স্বস্তির। এটা খুবই গুরুত্বপূর্ণ যে সে আমাদের সাথে থাকছে।

আরেকজন বলেছেন, সুখী নেইমারের বিপক্ষে মুখোমুখি হওয়ার চেয়ে দুঃখী নেইমারের পাশে খেলা অনেক বেশি ভালো।