Home খেলাধুলা নাজমুল হোসেন শান্তকে নিয়ে যা বললেন হাবিবুল বাশার

নাজমুল হোসেন শান্তকে নিয়ে যা বললেন হাবিবুল বাশার

বাংলাদেশের সামনেই রয়েছে ভারত সফর। এই সফরের জন্য দল ঘোষণার আগে অনেক কিছুই চিন্তা করতে হচ্ছে নির্বাচকদের। সেই চিন্তায় এসেছে নাজমুল হোসেন শান্তর নামও।

তবে এবারের ভারতের বিপক্ষে সিরিজে শান্তর দলে জায়গা পাওয়াটা বেশ কঠিনই মনে হচ্ছে। বিশেষ করে তার যাচ্ছেতাই ফর্মের কারণে নাখোশ নির্বাচকরা।

অনেকবারই জাতীয় দলে এসেছেন শান্ত। সুযোগ পেয়েছেন, কিন্তু কাজে লাগাতে পারেনি। সম্প্রতি তাকে নিয়ে হাবিবুল বাশার বলেন,

“এই মুহূর্তে তরুণদের মধ্যে জাতীয় দলের বাইরে থাকা অবস্থায় সবচেয়ে ভালো পারফর্ম করছে শান্ত। নেটে, এইচপি, ইমার্জিং বা এ দলের হয়ে সব জায়গায় বেশ ভালো খেলেছে শান্ত। কিছু বড় ইনিংসও এসেছে ওর ব্যাট থেকে। পাশাপাশি ফিজিক্যাল ফিটনেস ও ফিল্ডিংটাও খুব ভালো ওর। সে কারণেই ওকে নেয়া হয়েছিল। কিন্তু জাতীয় দলের হয়ে নামতেই কেমন হয়ে যায় শান্ত। আসলে জাতীয় দলের বাইরে থাকা অবস্থায় ও জাতীয় দলের হয়ে ব্যাট হাতে শান্তকে মেলানো বেশ কঠিন।”