Home ভিন্ন খবর ধন্যবাদ উত্তম, অনেক সম্মানিত অনুভব করছিঃ ব্যারিস্টার সুমন

ধন্যবাদ উত্তম, অনেক সম্মানিত অনুভব করছিঃ ব্যারিস্টার সুমন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সমাজের নানা অসংগতি তুলে ধরে ফেসবুক লাইভ করার কারণে বহুল পরিচিত।

তিনি দেশের বিভিন্ন স্থানে গিয়ে সেখানকার নানা অসংগতি ফেসবুক লাইভের মাধ্যমে সবার সামনে তুলে ধরেন। তার এই লাইভের পর অনেক সমস্যারই সমাধানে উদ্যোগী হন যথাযথ কর্তৃপক্ষ। ফলে সামাজিক যোগাযোগ মাধ্যেমে তার ভক্তও রয়েছে বিপুল।

তেমনই এক ভক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উত্তম কুমার সম্প্রতি ব্যারিস্টার সুমনের ভাস্কর্য তৈরি করে আলোচনায় আসলেন । সামাজিক যোগাযোগ মাধ্যমে সুমনের ভাস্কর্যের ছবি ভাইরাল হওয়ার পর তা নিয়ে আলোচনায় আসলেন সুমন নিজেই।

ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন তার ভাস্কর্য তৈরির ছবি সামাজিক মাধ্যমে আসে, আসার পর সুমন তার ফেসবুক পেজে লিখেন, ধন্যবাদ উত্তম, অনেক সম্মানিত অনুভব করছি।