Home খেলাধুলা দ্বিতীয় টেস্টের আগে ইনজুরিতে ছিটকে গেলেন সাইফ হাসান

দ্বিতীয় টেস্টের আগে ইনজুরিতে ছিটকে গেলেন সাইফ হাসান

ঐতিহাসিক দ্বিবা-রাত্রির টেস্ট ম্যাচে খেলার সম্ভাবনা তৈরি হয়েছিল সাইফ হাসানের। প্রথম টেস্টে ব্যাটসম্যানদের ব্যর্থতার পর দ্বিতীয় টেস্টে তার দলে আসার যথেষ্ট সম্ভাবনা ছিল।

তে সেই সম্ভাবনাও শেষ হয়ে গেল এবার। ইনজুরির কারণে দ্বিতীয় টেস্টে খেলা হচ্ছেনা এই তারকা ব্যাটসম্যানের।

বাংলাদেশ দলের ঐচ্ছিক অনুশীলন ছিল সেদিন। সেই অনুশীলনেই একসাথে চোট পেয়েছিলেন সাইফ ও মিরাজ। সাইফের আঙুলে সেলাইও করতে হয়। কিন্তু শেষ পর্যন্ত শেষ রক্ষা হয়নি। তাকে তাকতে হচ্ছে মাঠের বাইরেই।

আগামী ২২ নভেম্বর শুরু হবে ঐতিহাসিক এই দ্বিবা-রাত্রির টেস্ট ম্যাচ।