Home খেলাধুলা দুঃসংবাদ পেলেন সাকিব আল হাসান

দুঃসংবাদ পেলেন সাকিব আল হাসান

দুর্দান্ত ছন্দে আছেন বেন স্টোকস। দ্বিতীয় টেস্টে একাই ম্যাচ ড্র করিয়েছিলেন তিনি। তৃতীয় ম্যাচে তো একাই জিতিয়েছেন ম্যাচটি। আর দুর্দান্ত এই ফর্মের কারণে সাকিব আল হাসানকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন বেন স্টোকস।

টেস্ট ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা এক ইনিংস খেলেছিলেন স্টোকস। রেকর্ড গড়েছিলেন শেষ উইকেটে সফল দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি গড়ার পথে।

আর এসবের পুরষ্কারই পেলেন সদ্য ঘোষিত আইসিসি টেস্ট র‍্যাংকিংয়ে। উঠে এসেছেন ক্যারিয়ারের সেরা অবস্থান দুই নম্বরে। আর স্টোকসকে জায়গা দিতে গিয়ে তিনে নেমে গেছেন সাকিব আল হাসান।

শীর্ষে আছেন জেসন হোল্ডার। তার রেটিং ৪৩৩। দুইয়ে থাকা স্টোকসের রেটিং ৪১১। ৩৯৯ রেটিং নিয়ে তিনে আছেন সাকিব আল হাসান।