Home ভিন্ন খবর তুলসী গাছে জবা ফুল

তুলসী গাছে জবা ফুল

দুনিয়াতে কত রকমের অলৌকিক ঘটনাই তো ঘটে। তেমনই একটি অলৌকিক ঘটনার নজির এবার দেখা গেল টাঙ্গাইলের কালিহাতীতে। সেখানে একটি বাড়িতে তুলসী গাছে জবা ফুল ফুটেছে। এই কারণে এলাকায় দেখা গেছে চাঞ্চল্য।

টাঙ্গাইলের কালিহাতীর এলেঙ্গা পৌরসভায় বানিয়াবাড়ী গ্রামে ঘটেছে এই ঘটনা। এই ঘটনার কথা ছড়িয়ে পরার পর সবাই ভীর করছে এক নজর দেখার জন্য।

বানিয়াবাড়ী সাহাপাড়া গ্রামে মধুসূদন সাহার বাড়ির তুলসী গাছে বৃহস্পতিবার সকালে জবা ফুলের একটি কলি দেখা যায়। এরপর কলিটি ফুটে একটি নোলক জবায় পরিণত হয়েছে, যার ভেতরে লাল ও বাইরে সাদা।

বাড়ির মালিক মধুসূদন সাহার ছোট ছেলে সঞ্জিব চন্দ্র সাহা বলেন, বৃহস্পতিবার সকালে তুলসী গাছে ফুলের একটি কলি দেখা যায়। শুক্রবারে দেখা যায় সেটিতে জবা ফুল হয়ে আছে।