Home খেলাধুলা তাহলে কি এবার সে সমীকরণের মতো চমক দেখাবে সিলেট!

তাহলে কি এবার সে সমীকরণের মতো চমক দেখাবে সিলেট!

প্রত্যেকবারেই দেখা যায় যে বিপিএলে প্রত্যেকটা দলেই দেখায় চমক। এমনকি বিপিএলে সবচেয়ে ছোট দলেই বেশিরভাগ সময়তেই দেখায় চমক।

এবারের বিপিএলে সবচেয়ে বাজে টিম হিসেবে ধরা হচ্ছে সিলেট থান্ডারকে৷ কিন্তু অনেক সময় দেখা যায় টুর্নামেন্টের সবচেয়ে বাজে টিম চমক দেখায়। গতবার যেমনটা চিটাগাং ভাইকিংস দেখিয়েছিল। গত বিপিএলে চিটাগং ভাইকিংস কে নিচের সারিতে রাখা হয়েছিল। কিন্তু মুশফিক ও ফ্রাইলিংকের ভালো পারফরম্যান্সের উপর ভিত্তি করে দারুণ চমক দেখিয়েছিল চিটাগং ভাইকিংস। তাই এবার আমরাও সিলেট থান্ডারের চমক দেখার অপেক্ষায় আছি।

বাজে টিম হলেও নিজ বিভাগের টিমকেই সাপোর্ট করবো এবারের বিপিএলে। তবে এবার দেখা যাক এবারের বিপিএলে কেমন চমক দেখাতে পারে সিলেট!