Home খেলাধুলা তাদের বিপক্ষে লড়াইয়ের সামর্থ্য নেই বাংলাদেশের : সালাউদ্দিন

তাদের বিপক্ষে লড়াইয়ের সামর্থ্য নেই বাংলাদেশের : সালাউদ্দিন

২০২২ কাতার বিশ্বকাপকে সামনে রেখে দ্বিতীয় বাচাইপর্বের প্রথম ম্যাচটি হেরেছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আফগানিস্তানের বিপক্ষে ১-০ গোলে হেরেছিল বাংলাদেশ। এবার স্বাগতিক কাতারের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

আগামীকাল ১০ অক্টোবর ঘরের মাঠ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। বাংলাদেশ ও কাতারের ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়। সরাসরি সম্প্রচার করবে বাংলা টিভি ও বিটিভি।

কাতারের বিপক্ষে বাংলাদেশের লড়াই করার সামর্থ্য নেই বলেই জানিয়েছেন বাফুফে সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন। তিনি বলেন, ‘কাতার প্রতিপক্ষ হিসেবে আমাদের জন্য অনেক কঠিন। আমি জানি, তাদের বিপক্ষে হয়তো আমাদের ছেলেরা সে রকম কিছু করতে পারবে না। আমরা ওই মানের নই।’

তিনি আরো বলেন, ‘আসলে তাদের সঙ্গে লড়াই করার মতো সামর্থ্য নেই আমাদের। তবু ছেলেদের সাহসী ফুটবল খেলতে হবে। লড়াই করার মানসিকতা নিয়ে নামতে হবে। ছেলেদের নিজেদের সেরাটা মেলে ধরতে হবে। আমি চাই তারা সেরাটা দিয়ে খেলুক।’