Home খেলাধুলা তাদের দুইজনকে ১০০% মিস করবো : মুমিনুল

তাদের দুইজনকে ১০০% মিস করবো : মুমিনুল

ভারতের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ শেষে দুই ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ দল। আগামী ১৪ নভেম্বর প্রথম টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে। আর এই টেস্ট সিরিজ দিয়েই আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে মাঠে নামবে বাংলাদেশ দল।

আইসিসির নিষেধাজ্ঞার কারণে এই সফরে নেই বাংলাদেশ দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। টেস্টে সাকিব না থাকায় দলকে নেতৃত্ব দিবেন মুমিনুল হক। টেস্টে সাকিবকে না পাওয়া বাংলাদেশের জন্য বড় একটি সমস্যা।

সাকিব ছাড়াও নেই দেশসেরা ওপেনার তামিম ইকবাল। পারিবারিক কারণে এই সফরে নেই তামিম। আর এই দুইজনকে টেস্টে ১০০% মিস করবেন বাংলাদেশ টেস্ট দলের ভারপ্রাপ্ত অধিনায়ক মুমিনুল হক। মুমিনুল বলেন, ‘তাদের দুইজনকে ১০০% মিস করবো। সাকিব ভাই আর তামিম ভাই দুইজনেরই খুব অভাব ফিল করবো।’

সাকিব প্রসঙ্গে তিনি বলেন, ‘সাকিব ভাই না থাকায় সবচেয়ে বড় সমস্যা হয় দল সাজাতে। টিম কম্বিননেশনে খুব প্রবলেম হয়। আর সাকিব ভাই থাকলে দল সাজানো খুব সহজ হয়। কারন একজন পারফরমার দিয়ে সাকিব ভাইয়ের জায়গা পূরণ করা সম্ভব হয় না। দুজন লাগে। বাজে একটা ডিসিশনও হয়ে যায়। একজন পারফরমারের জায়গায় দুজনকে খেলানো সহজ নয়।’

তামিম প্রসঙ্গে মুমিনুল বলেন, ‘তামিম ভাই শুধু যে তিন ফরম্যাটে আমাদের সফল ব্যাটসম্যান তা নন। তার উপস্থিতি দলের ব্যাটসম্যানদের অনুপ্রাণিত করে, সাহস জোগায়। তামিম ভাই শুরুতে ভালো খেলতে থাকলে শুধু যে স্কোর বোর্ড সচল থাকে, রান ওঠে তাই নয়। ড্রেসিংরুমও চাঙ্গা হয়। তার অভিজ্ঞতাটাও কাজে দেয় অনেক। ভালো খেলার অনুপ্রেরনা হিসেব কাজ করে।’