Home খেলাধুলা তাইজুল সাকিব ভাইয়ের অভাব পূরণ করবে-সাদমান

তাইজুল সাকিব ভাইয়ের অভাব পূরণ করবে-সাদমান

ব্যাট হাতে বাংলাদেশ দলের ওপেনিংয়ে আস্থার নাম হয়ে উঠেছেন সাদমান। এবার তো তামিম না থাকায় তার উপর পড়েছে বাড়তি দায়িত্ব। আর এই ব্যাপারেই কথা বলেছেন সাদমান নিজেই।

এই ব্যাপারে তিনি বলেন ,’ অবশ্যই সাকিব ভাই না থাকায় আমাদের জন্য অনেক বড় চাপ হবে। কিন্তু আমার মনে হয় যে আমাদের মিরাজ আছে, তাইজুল ভাই আছে, নাঈম আছে। তারা তাঁর অভাব পূরণ করতে পারবে বলে আমার মনে হয়।’

ইন্দোরে আগামী ১৪ নভেম্বর ভারতের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামবে সফরকারী বাংলাদেশ। এরপর কলকাতার ইডেন গার্ডেন্সে ২২ নভেম্বর শুরু হবে দ্বিতীয় টেস্ট। আর এই ম্যাচ দিয়ে প্রথমবারের মতো দিবা রাত্রির টেস্টের স্বাদ পেতে যাচ্ছে ভারত ও বাংলাদেশ।