Home শিক্ষা ঢাবির ভিপি নুরের ওপর হামলা

ঢাবির ভিপি নুরের ওপর হামলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি নুরুল হক নুর পটুয়াখালীর দশমিনা উপজেলায় ঈদের শুভেচ্ছা বিনিময় করতে আসার সময় তার ওপর হামলার ঘটনা ঘটেছে এ সময় নুরের সঙ্গী ইব্রাহীম প্যাদা আহত হয়েছেন বলে জানা গেছে।

বুধবার দুপুর পৌনে ২টার দিকে পুয়াখালীর গলাচিপার সীমান্ত এলাকা রনগোপালদী ব্রিজের ওপর এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে গলাচিপার উলানিয়া থেকে নুরু তার সমর্থকদের নিয়ে দশমিনা আসার পথে রনগোপালদী ব্রিজের ওপর তাকে বাধা দেয় কয়েকজন যুবক। এ সময় নুরের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয় তারা।

এক পর্যায়ে নুর ও তার সমর্থকদের সঙ্গে ওই যুবকদের সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে দশমিনা ও গলাচিপা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কোটা আন্দোলনের নেতা রাশেদ খান ফেসবুক লাইভে এসে নুরের ওপর হামলার অভিযোগ জানিয়েছেন তিনি জানান, কয়েকজনকে সঙ্গে নিয়ে ঈদের দাওয়াতে যাওয়ার সময় রড নিয়ে নুরের ওপর হামলা চালানো হয়েছে বর্তমানে নুরকে অবরুদ্ধ করে রাখা হয়েছে।

তবে এবিষয়ে দশমিনা থানার ওসি এসএম জালাল উদ্দিন সংবাদমাধ্যমকে জানান, এ ধরনের কোন ঘটনাই ঘটেনি।