Home খেলাধুলা ডাবল সেঞ্চুরিটি আমার ক্যারিয়ারের অন্যতম একটি সেরা ইনিংস : রোহিত

ডাবল সেঞ্চুরিটি আমার ক্যারিয়ারের অন্যতম একটি সেরা ইনিংস : রোহিত

ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে এরই মধ্যে সিরিজে জিতেছে ভারত। সিরিজের শেষ টেস্টে রোহিত শর্মার দুর্দান্ত ডাবল সেঞ্চুরিতে চালকের আসনেই রয়েছে ভারত।

টেস্ট ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন রোহিত। টেস্ট ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে রোহিত শর্মা জানিয়েছেন, এটি তার ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংস।

তিনি বলেন, ‘ভারতের হয়ে যেখানে যখন সুযোগ পেয়েছি ভালো করার চেষ্টা করেছি। ভারতের হয়ে অনেক ম্যাচেই রান করেছি। এটাও তার মধ্যে অন্যতম একটি সেরা ইনিংস। এই সিরিজে রান করতেই হতো, নিজেকে প্রমাণ না করলে অনেক কিছুই হতে পারতো। ওপেনার হিসেবে টেস্ট দলে খেলছি। তাই অনেক কিছুই হওয়ার সম্ভাবনা ছিল।’