Home খেলাধুলা জয় দিয়ে মৌসুম শুরু জুভেন্টাসের

জয় দিয়ে মৌসুম শুরু জুভেন্টাসের

ইতালিয়ান সিরিএতে মৌসুমের প্রথম ম্যাচে জয় পেয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর জুভেন্টাস। ম্যাচে তাদের জয়টি নুন্যতম ব্যবধানে।

গত আট মৌসুমের মধ্যে সাত বারই জয় দিয়ে মৌসুম শুরু করেছিল জুভেন্টাস। ব্যতিক্রম হয়নি এবারও। দলের সবচেয়ে বড় তারকা রোনালদো গোল না পেলেও ১-০ গোলের জয় দিয়ে মৌসুম শুরু করেছে দলটি।

ম্যাচে জয়সূচক একমাত্র গোলটি করেন ডিফেন্ডার জর্জ চিয়েল্লিনি। ম্যাচের ২১ মিনিটে গোলটি করেছিলেন অভিজ্ঞ এই ডিফেন্ডার যা ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।