Home খেলাধুলা জয়ের জন্য মাঠে নামছে বার্সা

জয়ের জন্য মাঠে নামছে বার্সা

স্পানিশ লা লিগায় নিজেদের সপ্তম ম্যাচে আজ মাঠে নামবে বার্সালোনা। এই ম্যাচে তাদের প্রতিপক্ষ গেতাফে। গেতাফের মাঠে এই ম্যাচটি অুনষ্ঠিত হবে রাত ৮টায়।

লা লিগায় এবারের বার্সার পথচলা ঠিক চ্যাম্পিয়নের মত হচ্ছে না। এরইমধ্যে তারা লিগে ম্যাচ খেলেছে ৬টি যার মধ্যে হার এসেছে দুটিতে। জিতেছে তিনটি এবং ড্র করেছে একটি।

৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় বার্সার অবস্থান ৭ নম্বরে। অন্যদিকে সমান ম্যাচে গেতাফের সংগ্রহ ৭ পয়েন্ট এবং তাদের অবস্থান তালিকার ১০ নম্বরে।

এই ম্যাচে জিতবে কে? ইএসপিএন পাঠক জরিপে এই ম্যাচে বার্সার জয়ের সম্ভাবনা ৫১ শতাংশ। গেতাফের জয়ের সম্ভাবনা ২২ শতাংশ। বাকিরা মনে করে ম্যাচটি ড্র হবে।