Home বিনোদন জিৎ চমকে দিলেন নতুন লুকে

জিৎ চমকে দিলেন নতুন লুকে

একের পর এক নতুন চমক নিয়ে দর্শকদের সামনে হাজির অভিনেতা জিৎ। এবারও তাঁর ব্যতিক্রম নয়। সম্প্রতি নতুন লুক নিয়ে হাজির হয়েছে ‘অসুর’ সিনেমার মাধ্যমে। অভিনেতার এই ছবির নতুন লুক দেখে একেবারেই চোখ কপালে উঠার মতোই অবস্থা।

এখানে নাম ভূমিকায় তাকে দেখবেন দর্শক। ছবিতে শক্ত পেটা শরীরে লম্বা চুলে ভয়ংকর এক অসুরের লুকে হাজির হবেন তিনি। পরিচালক পাভেলের হাত ধরে নতুন লুকে ধরা দিলেন জিৎ ‘অসুর’র পোস্টারে। অসুরের ফার্স্ট লুকে জিৎকে দেখা গেছে ধুনিচি হাতে দুর্গার সামনে এই অভিনেতা। ফার্স্ট লুকে মুগ্ধ সিনেমাপ্রমীরা। বলিষ্ঠ চেহারা, লম্বা চুলে জিতের চোখে মুখে ক্রোধের ছাপ স্পষ্ট।

এই ছবিতে জিৎ ছাড়াও দেখা যাবে নুসরাত জাহান ও আবির চট্টোপাধ্যায়কে। আর বিয়ের পর এটাই হতে চলেছে নুসরাতের প্রথম ছবি।

প্রসঙ্গত, ‘বাবার নাম গান্ধীজী’, ‘রসগোল্লা’র পর এটিই পরিচালক পাভেলের তৃতীয় ছবি হতে চলেছে। তার তৈরি ‘রসগোল্লা’ মুগ্ধ করেছে সিনেমাপ্রেমীদের। তাই তৃতীয় ছবির কথা প্রকাশ্যে আসতেই একটা ভালো কিছু পাওয়ার আশা করছেন দর্শকরা।