Home খেলাধুলা জিদান ফালতু লোকঃ এজেন্ট বার্নেট

জিদান ফালতু লোকঃ এজেন্ট বার্নেট

গ্যারেথ বেলের রিয়াল মাদ্রিদ ছাড়ার গুঞ্জন চলছে গত মৌসুম থেকেই এবার রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান বলছেন, ক্লাব ছাড়ার খুব কাছেই আছেন ওয়েলসের এই উইঙ্গার।

যুক্তরাষ্ট্রের হিউস্টনে রবিবার প্রাক-মৌসুম প্রস্তুতিমূলক টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে বায়ার্ন মিউনিখের কাছে ৩-১ গোলে হেরেছে লস ব্ল্যাঙ্কোসরা বেলকে ছাড়াই ম্যাচটা খেলেছে রিয়াল।

ম্যাচ শেষে বেলের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন করা হয় রিয়াল কোচ জিদানকে জিদান সরাসরিই বলে দেন, বেল খেলেনি কারণ সে দল ছাড়ার কাছাকাছি আশা করছি দ্রুতই সে ছেড়ে যাবে আমার মনে হয় এটাই সবার জন্য ভালো হবে তার দল বদলের জন্য আমরা কাজ করছি।

এ নিয়ে বেল কোন কথা বলেননি কিন্তু বেলের এজেন্ট বার্নেট চুপ থাকেননি তিনি বলেন, জিনেদিন জিদান ফালতু লোক রিয়াল মাদ্রিদের হয়ে এত কিছু করেছেন এমন একজনের ব্যাপারে এভাবে কথা বলছেন আর গ্যারেথ বেল যদি রিয়াল মাদ্রিদ ছাড়ে তাহলে সে যাবে নিজের ভালোর জন্য জিদান তাকে বের করে দিচ্ছে এ কারণে নয়।