Home কৃষি ও অর্থনীতি চামড়া কেনে ফেলে দিচ্ছে বিএনপি- শিল্পমন্ত্রী

চামড়া কেনে ফেলে দিচ্ছে বিএনপি- শিল্পমন্ত্রী

এই ঈদেই চামড়া নিয়ে ছিলো বেশ আলোচনা-সমালোচনার। তবে এই নিয়েই বেশ জনরোষ ছিলো। তবে এবার এই ব্যাপারে যে মুখ খুলেছেন শিল্পমন্ত্রী নিজেই।

এই ব্যাপারে তিনি বলেন ,’ ‘চামড়া নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছে সেখানে কিছু কিছু রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে বলে জেলা থেকে যারা এসেছেন তারা জানিয়েছে। বিএনপি রাজনীতির কোনো কিছুতে না পেরে চামড়ায় বিনিয়োগ করেছে। এগুলো আমরা গুরুত্ব দেই না। আমরা এ বিষয়ে সচেতন। এখন কেউ চামড়া মাটিচাপা দিয়ে ও পুড়িয়ে ছবি দিলে আমাদের কিছু করার নেই।’

শিল্পমন্ত্রী আরও বলেন, ‘চামড়া দেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাত। চামড়া শিল্পে কোনো সমস্যা নেই। চামড়ার বিষয়ে নীতিমালা হচ্ছে। আর আজকের বৈঠকে বিষয়টি সমাধান হয়েছে। আগামী ২২ আগস্ট আড়ৎদার ও ট্যানারি মালিকরা এফবিসিসিআইয়ের মধ্যস্ততায় বসে সিদ্ধান্ত নেবে। তবে এটা গতানুগতিক। এই ব্যাপারে কোন সমস্যা নেই।’