Home খেলাধুলা গাঙ্গুলির আমন্ত্রণে বাংলাদেশ থেকে খেলা দেখতে যাচ্ছেন বিকাশ

গাঙ্গুলির আমন্ত্রণে বাংলাদেশ থেকে খেলা দেখতে যাচ্ছেন বিকাশ

বাংলাদেশ-ভারতের ইডেন টেস্টে গাঙ্গুলি আমন্ত্রণ দিয়েছেন অনেককেই। আর তাদের আমন্ত্রণের মাঝে ছিলো বাংলাদেশের হয়ে যারা প্রথম টেস্ট খেলেছিলেন সেই সব খেলোয়াড়রাও।

সেই দলে ছিলেন বিকাশও। এবার গাঙ্গুলির আমন্ত্রণে তিনিও যাচ্ছেন ভারতে। এই ব্যাপারে বিকাশ বলেন ,’ ম্যাচের আগে যখনই ভাবতাম সৌরভ-শচীনকে বল করব, বিশ্বাসই হচ্ছিল না। সত্যি কথা বলতে ভীষণ রোমাঞ্চিত ছিলাম। রমেশকে বোল্ড করলাম। প্রথম ইনিংসে আমরা ভাল করলাম। কিন্তু দ্বিতীয় ইনিংসের কারণে ম্যাচটা আর পাঁচদিনে টেনে নিয়ে যেতে পারিনি। সাথে যোগ করেন তিনি।

প্রথম টেস্টের পরেই চোট। তারপর অনেকটাই আড়ালে চলে যান বিকাশ। সেই সময়কার কথা মনে পড়লে আক্ষেপ, যন্ত্রণা এখনও কুঁড়ে কুঁড়ে খায় এই তাকে। ভারতীয় এক জনপ্রিয় সংবাদমাধ্যমের সাথে আলাপকালে নিজের হতাশার কথা লুকাননি এই ক্রিকেটার। তবে এখনযে টেস্ট ম্যা দেখতে ভারতে আছেন তিনি।