আগামী ৬ ডিসেম্বর পর্দা উঠতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসরের। কিন্তু শুরুর আগেই সপ্তম আসর নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। বিপিএলের সপ্তম আসর এই বছর মাঠে গড়াবে না বলেই গুঞ্জন উঠে। তবে সেই গুঞ্জন উড়িয়ে দেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সভাপতি শেখ সোহেল।
এ বছরই বিপিএল অনুষ্ঠিত হবে বলেই জানান তিনি। সেই সঙ্গে বিপিএল নিয়ে কোনো খেলোয়াড় যদি বিতর্ক তৈরি করে তাহলে তার বিরুদ্ধেও কঠিন ব্যবস্থা নেওয়া হবে বলেই জানান তিনি।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বিপিএল প্রায় দেড়-দুইশ খেলোয়াড়ের রুটি-রোজগারের ব্যবস্থা করে। ২-১ জন খেলোয়াড়ের জন্য বাকি খেলোয়াড়রা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের সাপোর্ট করে যাব, মাফ করে যাব, বোর্ডের মান-সম্মান ক্ষুণ্ণ হবে, অন্য খেলোয়াড়দের ক্ষতি করব- এমন বোর্ড আমরা নই।’
তিনি আরো বলেন, ‘আমাদের বোর্ড সভাপতি পাপন ভাইয়েরও একই কথা। আমারো একই কথা। যতই বড় খেলোয়াড় হোক, যতই লবিং থাকুক, যেই থাকুক- কারো মাধ্যমে যদি বিপিএল বা বোর্ডের সম্মান ক্ষুণ্ণ হয় তাহলে সাথে সাথে তার শাস্তি হবে।’
শেখ সোহেল আরো বলেন, ‘এখন পর্যন্ত কেউ কোনো ফ্র্যাঞ্চাইজির মালিক না। যেহেতু কেউ মালিকই না তাদের সাথে আমরা কী কথা বলব, কী শাস্তি দিব! তবে যেসব খেলোয়াড়রা এসবের সাথে সংযুক্ত বা বেশি আগ্রহ, তাদেরকে আমি হুঁশিয়ার করে বলে দিচ্ছি- বোর্ডের সম্মান ক্ষুণ্ণ হওয়ার মত কাজে জড়িত প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষনিক তাদের কঠিন শাস্তি দেওয়া হবে।’