Home ধর্ম ক্ষমতা পেতে মসজিদ কমিটিতে ভোটযুদ্ধ, ক্ষুব্ধ মুসল্লিরা

ক্ষমতা পেতে মসজিদ কমিটিতে ভোটযুদ্ধ, ক্ষুব্ধ মুসল্লিরা

নারায়ণগঞ্জের বন্দর উপজেলা সদরের আমিন আবাসিক এলাকার ২২ নং ওয়ার্ডের আল-আমিন জামে মসজিদে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ ভোটযুদ্ধ।

মূলত মসজিদ কমিটির ক্ষমতা কুক্ষিগত করে রাখা আবার অন্য দিকে কমিটিতে আসতে না পারার কারণে এবার মসজিদ কমিট গঠন নিয়ে হচ্ছে ভোট।

তবে মসজিদ কমিটি গঠনে ভোটের আয়োজন মেনে নিতে পাচ্ছে না অনেক মুসল্লি তাঁদের ভাষায়, আল্লাহর ঘর মসজিদের খেদমত ও মুসল্লিদের সুন্দরভাবে নামাজ পড়ার ব্যবস্থা ও খেদমত তো নয়ই বরং সামাজিক পদমর্যাদার জন্যই এভাবে মসজিদ কমিটির নির্বাচন হচ্ছে। এটা ক্ষমতা, পদমর্যাদা লাভ ও নৈতিক অবক্ষয় ছাড়া আর কিছুই নয়।

আগামী ১৩ সেপ্টেম্বর শুক্রবার ভোট গ্রহণ শুরু দিনক্ষণও নির্ধারণ করা হয়েছে মসজিদ কমিটির এ নির্বাচনে উপজেলা পল্লী উন্নয়ন সমবায় অফিসার দায়িত্ব পালন করবেন। কমিটি নির্বাচনের ভোটার সংখ্যা রয়েছে ২১৯ জন।