Home খেলাধুলা কোহলি-বুমরাহ না খেললেও বাংলাদেশে এসে খেলতে পারেন ধোনি

কোহলি-বুমরাহ না খেললেও বাংলাদেশে এসে খেলতে পারেন ধোনি

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষ্যে টি-২০ সিরিজ আয়োজনের উদ্যেগ নিয়েছে বিসিবি। সেই হিসেবেই সেই টুর্ণামেন্টে ভারতীয় ক্রিকেটারদেরকে চেয়েছিলো বিসিবি। এই জন্য বিসিবি বস পাপনও গিয়েছিলেন ভারতে, ভারতীয় বোর্ড সভাপতির সাথে কথা বলার জন্য।

তবে এই সিরিজে অনিশ্চিত কোহলিদের আসা। কেননা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে একই সময় সিরিজ খেলবে ভারত। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৮ মার্চ। অর্থাৎ, এশিয়া অল স্টার্স ও বিশ্ব একাদশের মধ্যকার প্রথম টি-টোয়েন্টিতে ভারতীয় তারকা ক্রিকেটারদের পাচ্ছে না বিসিবি।

২১ মার্চ অনুষ্ঠেয় দ্বিতীয় ম্যাচেও ভারতীয় ক্রিকেটারদের অংশগ্রহণ নিশ্চিত নয়। সিরিজের শেষ ম্যাচটি আয়োজিত হবে ভারতে। এই ম্যাচ দিয়ে আহমেদাবাদে তৈরি করা বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়ামের উদ্বোধন করতে চায় বিসিসিআই। সেই ম্যাচে এশিয়া অল স্টার্সের একাদশে দেখা যেতে পারে ভারতের তারকা ক্রিকেটারদের। তবে এই সিরিজে দেখা যেতে পারে ধোনিকে।