Home খেলাধুলা কোহলিকে ছাড়িয়ে গেলেন স্মিথ

কোহলিকে ছাড়িয়ে গেলেন স্মিথ

ইংল্যান্ড-অস্ট্রেলিয়া মধ্যকার মর্যাদাপূর্ণ অ্যাশেজ সিরিজের প্রথম ম্যাচ এরই মধ্যে মাঠে গড়িয়েছে। গতকাল ১ আগস্ট থেকে শুরু হয়েছে এই টেস্ট। প্রথম টেস্টের প্রথম ইনিংসে মাত্র ২৮৪ রানেই অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া।

দলের বাকি ব্যাটসম্যানরা যেখানে একের পর এক উইকেট হারাতে থাকে সেখানে ব্যাট হাতে একাই লড়ে যান স্টিভেন স্মিথ। চারে নেমে শেষ পর্যন্ত লড়াই করে যান স্মিথ। খেলেন ১৪৪ রানের দারুণ এক ইনিংস। এরই ফলে দারুণ এক রেকর্ড গড়েন তিনি।

ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে টপকে যান তিনি। যেখানে কোহলি ১২৩ ইনিংস খেলে ২৪টি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। সেখানে ১১৮ ইনিংসেই ২৪তম সেঞ্চুরির দেখা পান স্মিথ।

এই তালিকায় সবার উপরে অস্ট্রেলিয়ার কিংবদন্তি ব্যাটসম্যান ডন ব্র্যাডম্যান। মাত্র ৬৬ ইনিংসেই ২৪টি সেঞ্চুরি হাঁকান তিনি।