Home বিনোদন কোথায় হানিমুন কাটছে সাবিলার

কোথায় হানিমুন কাটছে সাবিলার

সম্প্রতি বিয়ে করেছেন এই সময়ের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। পাত্রের নাম নেহাল সুনন্দ তাহের। গত ২৫ অক্টোবর বিয়ে হয় তাদের। নেহাল সুনন্দ তাহের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে কর্মরত। শোনা যায়, অনেক দিন থেকেই নেহালের সঙ্গে মন দেওয়া নেওয়া ছিল তার।

বিয়ের পরেই সবাই ভাবেন হানিমুনের আয়োজন নিয়ে। অবশেষে কয়েকদিন আগে হানিমুনে মধুর সময় কাটাতে ইন্দোনেশিয়ার বালিতে গিয়েছেন সাবিলা-সুনন্দ। সেখানে দারুণ একটি রিসোর্টে সময় কাটাচ্ছেন এই নতুন দম্পতি।

সেখানেই কেমন পরিবেশে, কেমন বাসায় সময় কাটাচ্ছেন তা ভিডিও প্রকাশ করেছেন সাবিলা। যে বিছানায় তারা থাকছেন সেই বিছানায় ‘আই লাভ ইউ” লেখা রয়েছে সেটাও দেখিয়েছেন তিনি।