বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টেস্ট সিরিজে হারলেও টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই উইন্ডিজরা তাদের দাপট দেখিয়েছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ দলকে রীতিমত উড়িয়ে দিয়েছে উইন্ডিজরা।
বাংলাদেশের বিপক্ষে ১২৯ রানের জবাবে ব্যাট করতে নেমে ৮ উইকেটের বড় ব্যবধানে জয় পায় উইন্ডিজরা। উইন্ডিজদের বিপক্ষে প্রথম ম্যাচে অহেতুক উইকেট বিলিয়ে দেওয়ায় টাইগার ব্যাটসম্যানদের ‘অতিরিক্ত আত্মবিশ্বাসী’ বলে মন্তব্য করেছিলেন বাংলাদেশ দলের ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জি।
কিন্তু কোচের মতের সঙ্গে মিল নেই টাইগার ব্যাটসম্যান সৌম্য সরকারের মত। আজ ঢাকার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে সৌম্য বলেন, ‘না ওইরকম কিছু দেখি নি। আত্মবিশ্বাসী, তবে অতিরিক্ত আত্মবিশ্বাসী কাউকে দেখি নি।’
এর আগে ব্যাটিং কোচ ম্যাকেঞ্জি বলেছিলেন, ‘আমার মনে হয় এটা ছিল অতিরিক্ত আত্মবিশ্বাস, আগুনের বিপক্ষে আগুন দিয়ে লড়াই করা। মাঝে মাঝে আপনাকে বাড়তি আক্রমণের সাথে মানিয়ে নিতে হবে। অতীতে যখন আমি দেখতাম ব্যাটসম্যানরা পেস বোলিংয়ে পরাস্ত হচ্ছে তখন আমি কিছুটা চিন্তিত ছিলাম।
আজ (সোমবার) আমরা অতিরিক্ত আত্মবিশ্বাস দেখাতে গিয়েছি। যদি আপনি তিনটা আউট দেখেন, লিটন দাস সামনে এসে মারতে যাচ্ছে ১৪০ গতির বোলারকে। যা করার জন্য আপনার সাহসের প্রয়োজন, নিজের ভেতরের আত্মবিশ্বাসের প্রয়োজন।’
তিনি আরো বলেছিলেন, ‘তামিম অসাধারণ ফর্মে, সেও সামনে মারতে গিয়ে আউট হয়েছে। সৌম্যও একই কাজ করতে গিয়ে আউট হয়েছেন। সাকিব দেখিয়েছে আমরা গতি আরেকটু গতির ব্যবহার করতে পারতাম। আমার মনে হয় আমরা বেশি আক্রমণাত্মক খেলতে গিয়েছি, সামনে মারার চেষ্টা করেছি যেখানে আমরা গতি ব্যবহার করে খেলতে পারতাম।’