Home খেলাধুলা কোচের সাথে তাল মেলালেন অধিনায়ক মমিনুলও

কোচের সাথে তাল মেলালেন অধিনায়ক মমিনুলও

১ম ম্যাচেই বেশ খারাপ ভাবেই হারলো বাংলাদেশ দল। এই ম্যাচশেষেই আজ সংবাদ সম্মেলনে আসেন অধিনায়ক মমিনুল। মমিনুল সংবাদ সম্মেলনে এসেই জানিয়ে দিলেন তার দলের এতো খারাপ অবস্থার কারণ।

এই ব্যাপারে তিনি বলেন ,’ দেশের বাইরে টেস্ট খেলা সবসময় চ্যালেঞ্জিং আমার কাছে মনে হয়। আমরা দেশের বাইরে খুব একটা ভালো খেলতে পারিনা। এটি অনেক বেশি চ্যালেঞ্জিং। অনেক চাপ থাকে।’

ইন্দোরে আরেকটি পরাজয়ের পর অনেক প্রশ্ন উঠছে বাংলাদেশের টেস্ট সামর্থ্য নিয়ে। গতকাল দ্বিতীয় দিন শেষে কোচ রাসেল ডমিঙ্গে সরাসরি বলেছেন, ‘ভালোমানের টেস্ট দল হতে চান তাহলে অবকাঠামো পরিবর্তন করতে হবে।’ পাশাপাশি টেস্টের জন্য পৃথক দল গঠনের কথাও বলেছেন তিনি। মুমিনুল হকও কোচের সঙ্গে একমত।