Home খেলাধুলা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের টেস্ট দল ঘোষণা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের টেস্ট দল ঘোষণা

ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য দল ঘোষণা করেছে ভারত। এই সফরের জন্য ঘোষিত দলে নেই মহেন্দ্র সিং ধোনি।

তবে ধোনি নিজের কারণে দলে না থাকলেও এই সফরে থাকছেনা আরও দুই তারকা জসপ্রিত বুমরাহ ও হার্ডিক পান্ডিয়া। তাদের দুজনকেই বিশ্রাম দেয়া হয়েছে।

হার্ডিক পান্ডিয়া এই সফরে কোন ফরম্যাটেই না থাকলেও জসপ্রিট বুমরাহ খেলবেন টেস্টে। তিনি ওয়ানডে ও টি-টুয়েন্টিতে খেলবেন না।

ভারতের এই সফরে তিনটি ফরম্যাটেই নেতৃত্ব দিবে কোহলি। এই সফরে টেস্ট দলে উইকেট কিপার হিসেবে থাকছেন ঋদ্ধিমান সাহা ও রিশাব পান্ট।

ভারতের টেস্ট দল: মায়াঙ্ক আগারওয়াল, লুকেশ রাহুল, পূজারা, কোহলি, রাহানে, হানুমা বিহারী, রোহিত শর্মা, রিশাব পান্ট, ঋদ্ধিমান সাহা, অশ্বিন, জাদেজা, কুলদ্বিপ যাদব, ইশান্ত শর্মা, মোহাম্মদ সামি, বুমরাহ ও উমেশ যাদব।