Home শিক্ষা এবার মাধ্যমিকে কারিগরি শিক্ষা নেওয়া বাধ্যতামূলক করা হচ্ছে

এবার মাধ্যমিকে কারিগরি শিক্ষা নেওয়া বাধ্যতামূলক করা হচ্ছে

এর আগে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় কারিগরি শিক্ষা নেওয়া বাধ্যতামূলক ছিলো না। তবে এবার যে মাধ্যমিকে কারগরি শিক্ষা নেওয়া বাধ্যতামূলক দাঁড়িয়েছে।

আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়। এমনটাই জানিয়েছেন আফছারুল করিম নিজেই।

কমিটির সভাপতি আফছারুল আমীন বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, কমিটি আগের বৈঠকে সাধারণ শিক্ষায় কর্মমুখী শিক্ষা চালুর সুপারিশ করেছিল। আজকের বৈঠকে মন্ত্রণালয় থেকে তার অগ্রগতি জানানো হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, ২০২১ সাল থেকে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণিতে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে।