Home খেলাধুলা এবার তামিল সিনেমায় নাম লেখালেন ভারতীয় ক্রিকেটার

এবার তামিল সিনেমায় নাম লেখালেন ভারতীয় ক্রিকেটার

চলচ্চিত্রে ক্যারিয়ার শুরু করছেন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান। তামিল সিনেমায় অভিনয় করতে চলেছেন তিনি।

সিনেমার নাম ‘বিক্রম ৫৮’। এর একটি গরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন বাঁহাতি পেসার। এতে মূখ্য ভুমিকায় অভিনয় করবেন দক্ষিণী সুপারস্টার ছিয়ান বিক্রম।

আসন্ন ছবিটি পরিচালনা করবেন দক্ষিণী সিনেমার বিখ্যাত পরিচালক অজয় জিনানামুথু। খোদ তিনি নিজেই এ খবর দিয়েছেন।

সোশ্যাল মিডিয়া টুইটারে অজয় লেখেন, সিনে জগতে স্বাগতম ইরফান। আপনাকে নতুন অবতারে দেখতে দর্শকদের তর সইছে না। কিছু সলিড অ্যাকশন দেখার অপেক্ষায় তারা।

এ প্রথম কোনো ভারতীয় ক্রিকেটার ফিল্মে অভিনয় করতে যাচ্ছেন না। এর আগে সাবেক মিডলঅর্ডার ব্যাটসম্যান অজয় জাদেজা বিভিন্ন বলিউড সিনেমায় অভিনয় করেন।