Home খেলাধুলা ‘এটা আমাকে কেন বলছেন? এই বিষয়ে কথা বলার অধিকার নাই আমার’

‘এটা আমাকে কেন বলছেন? এই বিষয়ে কথা বলার অধিকার নাই আমার’

বিশ্বকাপের পরেই বেশ কিছুদিনের জন্য মাঠের বাহিরে ছিলেন মাহমুদল্লাহ রিয়াদ। এরপরে তাকে আর দেখা যায়নি প্রস্তুতির সময়তেও।

তবে এবার বেশ অনেকদিন পরেই প্রেসের সামনে আসলেন রিয়াদ। এই ব্যাপারে রিয়াদ বলেন ,’ আমি উইকেট বলতে পারব না। এটা ম্যানেজমেন্টের ইস্যু। উইকেট নিয়ে আমার কথা বলার অধিকার আছে এটাও মনে হয় না। এটা বলার অধিকার আমার নেই। এটা টিম ম্যানেজমেন্ট ইস্যু। কোচ থাকবেন, অধিনায়ক থাকবেন- ওনারা যেটা ভালো মনে করবেন সেটা ওনারা সিদ্ধান্ত নেবেন। আর এটা আমাদের বদলে উনারাই ভালো বলতে পারে।’

৫ সেপ্টেম্বর সিরিজের একমাত্র টেস্টে আফগানদের বিপক্ষে নামবে বাংলাদেশ। ঘরের মাঠে সাধারণত মন্থর উইকেটেই ভরসা বাংলাদেশের। এরপরেই শুরু হবে ত্রিদেশীয় সিরিজ।