টি-টুয়েন্টিতে ওভার কম। তাই শট খেলতে হবে। কিন্তু অযাচিত শট নিশ্চই খেলার ফরম্যাট নয়। সিলেটে যে কাজটি করতে পারেনি টাইগাররা। বলের গুনাগুন বিচার না করেই শট খেলার প্রবনতা বাংলাদেশকে ডুবিয়েছে।
আগামীকাল ঢাকায় দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এই্ ম্যাচে হারলেই সিরিজ হারাবে টাইগাররা। তাই সিরিজ বাঁচাতে এই ম্যাচে জিততেই হবে তাদের। আর এমন ম্যাচে দেখে শুনে ব্যাটিং করার কথাই বলল ম্যাচের আগে সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে আসা সৌম্য সরকার।
সৌম্য বলেন, ‘প্রথম এবং প্রধান কাজ হবে শুরুতে যতটা সম্ভব কম উইকেট দেয়া, পাওয়ার প্লে’তে একটার বেশি উইকেট না খোয়ানো। আমরা আগের ম্যাচে তিন-চার ওভারের মধ্যেই ৩ উইকেট খুইয়ে ফেলি, সেখান থেকে আসলে ঘুরে দাঁড়ানো কঠিন। প্রথম পাওয়ার প্লের ছয় ওভারে যদি একটির বেশি উইকেট না হারাতাম, তাহলে হয়তো স্কোরটা আরও লম্বা হতো। কালকের ম্যাচে সেদিকে বিশেষ নজর থাকবে আমাদের, যাতে শুরুতেই বেশি উইকেট পড়ে না যায়।’