Home খেলাধুলা এই বিপিএলের সর্বোচ্চ উইকেট শিকারি হতে চাই আমি- আমির

এই বিপিএলের সর্বোচ্চ উইকেট শিকারি হতে চাই আমি- আমির

এই বছরের বিপিএল আয়োজন করছে বিসিবি থেকেই। আর এবারের বিপিএলে খুলনার হয়ে খেলবেন মোহাম্মদ আমির। আমির এবার জানিয়ে দিলেন যে নিজের পরিকল্পনার কথা।

আগামী ১১ ডিসেম্বর মাঠের লড়াই শুরু করবে খুলনা। প্রথমদিন অনুশীলনে যোগ দিয়েই নিজের প্রত্যাশার কথা জানিয়েছেন বিপিএলে ১২ ম্যাচ খেলে ১৮ উইকেট নেয়া আমির।

এ প্রসঙ্গে আমির বলেছেন, ‘একজন বোলার হিসেবে আমি এই টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি হতে চাই।’ আমির ছাড়াও খুলনা টাইগার্সে যোগ দিয়েছেন কোচ জেমস ফস্টার।