Home খেলাধুলা এই তরুণ তারকাকে সামলাতে ভিডিও ফুটেজ দেখছেন সাকিব-মুশফিকরা

এই তরুণ তারকাকে সামলাতে ভিডিও ফুটেজ দেখছেন সাকিব-মুশফিকরা

আগামী ৫ সেপ্টেম্বর বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নামবে আফগানিস্তান দল। এই টেস্টে মাঠে নামার আগে বিসিবি একাদশের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলে আফগানরা। সেই ম্যাচে ৫ উইকেট নিয়ে সবার নজর কেড়েছে আফগানিস্তানের চায়নাম্যান বোলার জহির খান।

২৪ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন তিনি। তাকে সামলাতে বাংলাদেশ দল ভিডিও ফুটেজ দেখছে বলেই জানিয়েছেন বাংলাদেশ দলের কোচ রাসেল ডমিঙ্গো। এ ব্যাপারে ডমিঙ্গো বলেন, ‘আমরা গতকাল তার কিছু ফুটেজ দেখেছি। আমাদের কয়েকজন তার সঙ্গে বিপিএলে এবং অন্য ফ্র্যাঞ্চাইজি লিগগুলোয় খেলেছে।’

তিনি আরো বলেন, ‘প্রস্তুতি ম্যাচে কী করেছে, তা নিয়ে এতটা চিন্তিত নই আমরা। তার জন্য শুভ কামনা। আমাদের ছেলেরা প্রস্তুত। তাকে নিয়ে আমাদের দুর্ভাবনা নেই। আশা করছি আমরা যথেষ্ট আত্মবিশ্বাসী। আমরা তাকে ভালোভাবেই সামলাতে পারব।’