Home খেলাধুলা এই একটি কারণেই সৌম্য সরকারের সমালোচনায় ভারতীয় গণমাধ্যম

এই একটি কারণেই সৌম্য সরকারের সমালোচনায় ভারতীয় গণমাধ্যম

ভারত সিরিজের টি-২০ সিরিজে ফর্মে ছিলেন সৌম্য সরকার। ব্যাট হাতে তিনি দেখিয়েছিলেন তাণ্ডব। তবে এবার যে তার সমালোচনায় বেশ ভালোভাবেই মেতে উঠলো ভারতীয় গণমাধ্যম।

তাদের মতে বাংলাদেশের দুই ওপেনারের এমন ফর্মের কারণে চিন্তিত টিম ম্যানেজমেন্ট। সেই কারণেই নাকি সৌম্যর কথা ভাবা হচ্ছে! ভারতীয় শীর্ষ একটি দৈনিকের দাবি, বিসিবির এক কর্মকর্তা তাদেরকে জানিয়েছেন বিষয়টি।

এ ব্যাপারে ওই কর্মকর্তা ভারতীয় গণমাধ্যমটিকে বলেন, ‘ঢাকা থেকে কলকাতা আধাঘণ্টার দূরত্ব। নির্বাচকরা চাইলে আমরা সৌম্যকে উড়িয়ে আনতে পারব। টি-টোয়েন্টি সিরিজে যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছে সে। ফলে তার বিষয়ে ভাবা হচ্ছে।’