কেন্দ্রীয় ব্যাংক আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্যাংক গুলোর মাধ্যমে বাজারে নতুন টাকা ছাড়বে আগামী ১ আগস্ট বৃহস্পতিবার থেকে। ওই দিন থেকে গ্রাহকরা নতুন টাকা সংগ্রহ করতে পারবেন এবং আগামী ৮ আগস্ট পর্যন্ত নতুন টাকা নিতে পারবেন সাধারন মানুষ।
সোমবার বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে। বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন অফিসের কাউন্টারের মাধ্যমে জনসাধারণের মাঝে নতুন নোট বিনিময় করা হবে। এ ছাড়া ঢাকা শহরের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ৩০টি শাখা থেকেও ১০, ২০, ৫০ ও ১০০ টাকা মূল্যমান পর্যন্ত নতুন নোট প্রতিটি একটি প্যাকেট করে বিশেষ ব্যবস্থায় বিনিময় করা হবে।
তবে একজন ব্যক্তি একাধিকবার নতুন নোট গ্রহণ করতে পারবেন না। তবে এর পরিবর্তে নোট উত্তোলনকালে কেউ ইচ্ছা করলে কাউন্টার থেকে পরিমাণ নির্বিশেষে যে কোনো মূল্যমানের ধাতব মুদ্রা গ্রহণ করতে পারবেন।