Home বিশেষ প্রতিবেদন ইতিহাসে সবচেয়ে বেশি মানুষকে হত্যা করেছে মশা,৫ হাজার ২শ কোটি!

ইতিহাসে সবচেয়ে বেশি মানুষকে হত্যা করেছে মশা,৫ হাজার ২শ কোটি!

মানবজাতির সবচেয়ে বড় শত্রু কে জানেন?-মশা। ইতিহাসের অধ্যাপক টিমোথি সি ওয়াইনগার্ড তাঁর নতুন বই ‘মসকিউটো’ এ হিউম্যান হিস্টোরি অফ আওয়ার ডেডলিয়েস্ট প্রিডেটর বইতে এমনটাই বলেছেন।

তিনি এ বইতে মশাকে এই গ্রহের মানুষের সবচেয়ে মারাত্মক শিকারী বলে অভিহিত করেছেন। ওয়াইনগার্ড লিখেছেন, মশা মানবেতিহাসে মৃত্যুর যেকোনো কারণের চেয়ে বেশি মানুষকে হত্যা করেছে।

পরিসংখ্যান বলছে, মশা-আক্রান্ত হয়ে মৃত্যুর মুখোমুখি হয়েছেন এমন মানুষের সংখ্যা এখনও বেঁচে থাকা সমস্ত মানুষের অর্ধেকের কাছাকাছি পৌঁছেছে।

অন্য কথায়, পৃথিবীতে ২০০০০০ বছরে মশা প্রায় ৫২ বিলিয়ন তথা ৫ হাজার ২শ কোটি মানুষকে হত্যা করেছে। গত বছর ৮৫০০০০ মানুষের মৃত্যু হয়েছে মশার কারণে অন্যদিকে হাঙ্গরের আক্রমণে মৃত্যু হয়েছে ১০ জনের।

বিশ্বজুড়ে বর্তমানে ১১০ ট্রিলিয়ন মশা রয়েছে (অ্যান্টার্কটিকা, সিসিলি এবং কয়েকটি ফরাসী পলিনেশীয় দ্বীপপুঞ্জ ছাড়া ) এই পোকাটি (মশা) কারণে কমপক্ষে ১৫ টি মারাত্মক রোগের বাহক।