Home বিনোদন আলো-ছায়া সিরিয়ালের বিশাল পরিবর্তন, ভিডিও ভাইরাল

আলো-ছায়া সিরিয়ালের বিশাল পরিবর্তন, ভিডিও ভাইরাল

আলো-ছায়া। জি বাংলায় জনপ্রিয় এক সিরিয়াল। ভারত এবং বাংলাদেশে সমান জনপ্রিয় এই সিরিয়াল।

আলো ও ছায়া নাটকে এতদিন আলোর ভূমিকায় অভিনয় করেছেন হিয়া দে এবং ছায়ার ভূমিকায় অভিনয় করেছেন শ্রুতি সিংকে। আলো ছায়া ও এই নাটকটি অনেকেরই খুব পছন্দের। একদিন এই আলো ও ছায়াকে না দেখলে হয়তো মন খারাপ হয়ে যায়।

কিন্তু এই মন যে একটু খারাপ হবেই। আর দেখা যাবে না এই আলো ছায়াকে। তবে একেবারেই দেখা যাবে না সেটা কিন্তু নয়। বরং বড় হবে আলো ছায়া। আর আলো ও ছায়া বড় হলে যে বর্তমানে আলো ও ছায়ার চরিত্রে অভিনয় করা দুই শিশু শিল্পিকেও দেখা হবে না

আলো ছায়া বড় হচ্ছে। আর বড় আলো ছায়ার চরিত্রে দেখা যাবে কাকে?